Super Hot Video Song Piriti

Monday, October 9, 2017

"একদিন হৃদয়ে শব্দ করে প্রেম এসেছিলো পাতা ঝরা রাতে। এই প্রেম তোমার হৃদয়ে নীল আকাশ বুনেছিলো। মন অন্ধকারে নিভে আসে, গোপন অষাঢ়ের রাতে। জীবন হাওয়া মেখেছিলো, বুকের পাশে ফুরোনো সময়ের পথে তুমি আছড়ে পড়েছো। একদিন এই রোদ নিভে যাবে হৃদয়ের করুন আলোড়ন মুছে যাবে। তোমার প্রেম, করুণার পৃথিবীর চোখে আষাঢ়ি মেঘ জমিয়ে রেখেছে। রেলিংয়ের ভাঁজে মাথা পেতে দেখি মেঘ-বৃষ্টির আলোড়ন, জোৎস্ন্যার আকাশ নক্ষত্রদের ঢেঁকে ফেলে। তোমার মুখ, আর আমার মন পরে আছে, দু'জনের দুই জন্ম-জন্মান্তরে"-----"ধুসর সীমান্ত"

Read more »

"তৈরি থেকো, তোমাকে আমি আকাশ দেখাতে নিয়ে যাবো, তুমি ছোট্ট নদীটির অস্বচ্ছন্দ জল ছুঁইয়ে দেবে। সেদিনের রাতের মতো আর কখনো আমরা এক সাথে যাইনি ওখানে। খুব আঁশটে অন্ধকার এখানে ছিটকে পড়ে। গম্ভীর হয়ে বর্ণনা করতে তুমি, অনন্ত জীবন কোথাও আমরা মিলিয়ে থাকবো, কোন বর্ষা সূর্যের সাতটি রংয়ের দিনে। শেষ দেখা হবে হয়তো গড়ের মাঠে, প্রত্যপ্ত ক্ষতে। আমার ভেতরটা উলটপালট হয়ে গেছে। শুনতে পেলাম তোমার অসুখ, দুমড়ে মুচড়ে গিয়েছে বুকের সব হাড়। দুঃখটাকে লুকাতে পারিনি, বড্ড ছটফটিয়েছি। কেনো পদ্মগন্ধি প্রেম দিয়েছিলে আমাকে?'' মনকাব্যে একজনই ছিলো রাতের সাতটি তারা। অনিমিখের স্পন্দন ছুঁইয়ে অনেক অন্ধকার যখন ওঁৎপেতে থাকে, তখনও ঐ সাতটি তারা এই ধুসর জীবন থেকে কোথাও মিলিয়ে যায় না"----"ধুসর সীমান্ত"

Read more »

"এক টুকরো অতীতকে তুমি ভুলে গেছো, এক টুকরো স্মৃতির খরস্রোতে চোখ বুজেছো। প্রতিদিন টুকরো করি ভালোবাসা, প্রতিদিন আহত স্মৃতিরা, ক্লান্ত হৃদয়ে চেপে বসে। এক সুষমা দুপুরে তোমার নুপুরের আওয়াজ শুনতে পেয়েছিলাম, দেখেছিলাম শোধিত জারুলের পাতায় ফেটে পড়া জোৎস্ন্যার। সম্পর্ক কখনও স্থায়ী হয়না যেনেও তোমার কাছে অবিজড়িত হৃদয়টা সমর্পণ করেছিলাম। কাদের মুখে যেন শুনতে পেলাম, তুমি নেই, বড্ড পুরোনো অসত্য। একদিন কাক গুলি ভীঁড় করবে তোমার সান্ত্বনার নগরীতে"----"ধুসর সীমান্ত"

Read more »

"যখন আমার বুকের কাছে মৃত্যু পৌঁছে অন্ধকার নামে, জীবন থেকে সেইসব হৃদয় গুলো মুছে যায়। তখন অগম্য পথ নদীর মত ভাঁসিয়ে দিয়েছি, প্রেম, মৃত্যুর মহাসাগর। হৃদয়ের কাছে ঝিমানো আবেগ নিয়ে হেঁটে গেছি, তোমাদের বন্দরের রোদে, তবুও তোমার হৃদয়ে আমাকে পাইনি কখনো। এই ফুলের গল্পের পৃথিবীতে আমার মনের প্রবৃত্তি তোমাকে নাড়া দিয়ে যায়নি কখনো। ভালোবেসে আমি আকাশ হতে চেয়েছিলাম। বিশ্বাসে ভর করে, অভীষ্ট মনে, পাতার ঝরার ক্ষতে, স্মৃতিকথায়, অসম প্রেমের তন্দ্রায়, অভিমান যুদ্ধে, তোমাকে পরাজিত করেছি। আমি দ্বিপ্রহরে চিল হয়ে আসি, পৃথিবীর ঝুম ঝড় ছিঁড়ে ভালোবাসি। যদি কখনও লুকানো মেঘে আলোড়ন তুলে, শীতের জোৎস্ন্যা ছুঁইয়ে, হৃদয়ে বোনা গল্পে ফিরে আসো'' সেদিনও আমার চোখে এমন করুন বৃষ্টি ঝড়বে"---"ধুসর সীমান্ত"

Read more »

"আমার ফেরা হলনা আর, আমার জড়ানো হলনা আর, নিঃসঙ্গ দুপুরের মতো নকশী মেঘের সাগরে। পুরোনো স্মৃতি কথা গুলো তোমার নামে লিখে গিয়েছি। তোমার জোৎস্ন্যায় আমি নিহত হয়েছি বার বার। জীবনের কুহক তোমার পৌষালীর দুপুরে আমন্ত্রণ দিয়েছিলো। ক্লান্ত পায়ে হেঁটে আমি পৌঁছেছিলাম, ধুসর নদী আর তোমার নীল মাতমের পৃথিবীতে। আমি কোথাও হারিয়ে যাইনি, আলো আঁধারে সব নক্ষত্র ঢেলে রেখেছি। সামান্য মিথ্যেটুকু আমি ঢেঁকে রাখি, অসন্দিগ্ধ মিথ্যের প্ররোচনায়। নিয়ম বেঁধে কখনো শোক পুষিনি, অসমক্ষ আঁধারে। যতোদিন অশান্ত নক্ষত্র দাঁড়িয়ে থাকে, আমি থেকে যাই হৃদয়বিহীন। তুমি চাইতে আকাশের বিজন মেঘে মনটা কে ভিজিয়ে নিতে। কেনো অন্ধকার ছুঁইয়েছিলে?" কেন করুণ সূর্য আর জোৎস্ন্যায় মিশে গেলে?" নির্জনে অপেক্ষায় থাকি, গভীরে লুকানো অভব্য হৃদয়টাকে ভাঁসিয়ে দিয়ে"---"ধুসর সীমান্ত"

Read more »

"আমি শুয়ে থাকি, লক্ষ কোটি নক্ষত্রের মাঝে, শুধু একটা তুমি নেই। সমুদ্রের মত জলের চোখে, রুক্ষ আকাশটাকে ছুঁই। আমার প্রেমের কথা, যখন জাগিয়েছি তারাদের কাছে, নির্জনতা ছিঁড়ে তোমার চোখে। ভালোবাসার সব কথা আমার বুকের ভেতরে ধারণ করেছি। যতো বার তোমার অস্পষ্ট মুখটা ভুলে থাকতে চেয়েছি, আরো বেশি ভালোবেসে ফেলেছি। একদিন সন্ধ্যার কাছে সব শুকিয়ে যাবে, অসংখ্য ঝড়ে। তবু হৃদয়ে যে বিশৃঙ্খলতা ঝরাই পৃথিবীর পথে, আমি তোমার স্পর্শ পাই। এইসব ফুলের শহরে, তোমার এই শেকলে বাঁধা আমার উম্মাদ আকাশ অনাদৃত সান্ত্বনার বুকে, প্রেম অপ্রেমের দোদুল্ল্যমান প্রান্তরে ধীরে ধীরে আমি নিভতে বসেছি"---"ধুসর সীমান্ত"

Read more »

"একদিন তোমার দেশে ভিঁড়ে, কাগজের নৌকায় আমাদের শিশুকাল বুনবো। ফিঙের কালো চোখে ঘুম ভেঙ্গে দেখি মনের ডানায় ক্লান্ত বিকেল, নক্ষত্রের রাত আর ফিরে আসেনি। দুরক্ষর আমি বয়ে বেড়াই, লাল ঠোঁটের বিকেলে নাগলতা বুনেছি। ছোট্ট অভিপ্রায় ছিলো, বহুদিনের অবসরে, জনারণ্যের গল্পে। তুমি দেখোনি, আঁধারের তলে হাত ছুঁতে, সন্ধ্যামালতি গোপনে তুলে ফেলে যাওয়া। আমার হৃদয়ে শুধু না ঘুমানো রাত্রি গুলো পাহাড় বুনে চলেছে অবিরত। সব স্মৃতি বিলীন করে দিয়ে নভোনীল সাগরের উপর দিয়ে ভেঁসে যায় ভিজে মেঘের দল, পুরাতন জীবন মৃত্যুর কাছে"----"ধুসর সীমান্ত"

Read more »

Total Pageviews